কোম্পানীগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ নেতা আটক

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

কোম্পানীগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এক যুবলীগ নেতাকে আটক করেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তাকে গ্রেফতার করা হয়।
ধৃত যুবলীগ নেতার নাম মোঃ জাফর মিয়া (৩৭)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইয়াকুব আলীর ছেলে ও স্থানীয় যুবলীগ নেতা।
পুলিশ জানায়, আটককৃত জাফর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার মোস্ট ওয়ান্টেড আসামি। তিনি সরাসরি জুলাই-আগস্ট বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর হামলাকারী হিসেবে অভিযুক্ত। অনেক চেষ্টার পর আমরা তাকে আটক করতে সক্ষম হয়েছি।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর