ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস ও জাতীয় শহিদ সেনা দিবস উদযাপন করা হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবসটি উদযাপনে সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালি ও পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আজিজুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রকৌশলী বলেন, স্থানীয় উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় স্থানীয় সরকারের দপ্তরগুলো কাজ করে যাচ্ছে।
উপজেলা কৃষি অফিসার বলেন, উপজেলা পরিষদে ন্যস্তকৃত দপ্তরগুলো স্থানীয়ভাবে জনগণকে নিরলসভাবে সেবা প্রদান করছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ অপরিহার্য। সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ের সমস্যার সুষ্ঠু সমাধানে ও উন্নয়নে স্থানীয় সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও জাতীয় শহিদ সেনা দিবসে শহীদদের স্মরণ ও দেশের জন্য তাদের জীবন দেয়া এ জাতীর জন্য অবিস্মরণীয় করে থাকবে। এসময় তিনি শহীদদের আত্মার রূহের মাগফেরাত কামনা করেন।
এতে উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) আবুল হাছনাত, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. লুৎফর রহমান, মো. আব্দুল মতিন, আবু সাঈদ মিয়া, ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, উপজেলা আনসার ভিডিপি অফিসার সেলিনা বেগম-সহ আরো অনেকে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host