ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫
কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় পৌর জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
পৌর জামায়াতের সভাপতি রুহুল আমীন রইয়বের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
সেক্রেটারি সিনিয়র শিক্ষক মনসুর আহমদ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুনতাজিম, সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, সহসেক্রেটারি মো. সাইফুল ইসলাম খান ও মো. আলাউদ্দিন, শুরা সদস্য রাজানুর রহিম ইফতেখার প্রমুখ।
এ সময় জামায়াতের সাবেক আমির আব্দুল বারী ও খন্দকার আব্দুস সোবহানসহ সাংবাদিক ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা হাসান আলী।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host