ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জে ঈদের জামাত আয়োজনকে কেন্দ্র করে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র্যাব-৯ সদস্যরা। গ্রেফতারকৃত কাজী মোজাহিদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার সদরঘাট এলাকার কাজী সুন্দর আলীর ছেলে। তিনি ওই হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি।
র্যাব জানায়, রোববার (০৬ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার ০৫নং হোসেনপুর ইউনিয়নের মধ্যপাড়া চেঙ্গামুড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামে ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম (৫০) নামে এক ব্যক্তি নিহত হন।
২৮ মার্চ রাত সাড়ে ৯টার দিকে সদরঘাট গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কাইয়ুম নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host