ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় রাফায় যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ইসরাইল কতৃক বর্বর গণহত্যার প্রতিবাদে সিলেটের কোম্পানীগঞ্জে সচেতন মুসলিম সমাজের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) উপজেলার টুকেরবাজার পয়েন্টে ক্বাওমী মাদ্রাসা ঐক্য পরিষদ কোম্পানীগঞ্জ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুল মুসাব্বির এর সভাপতিত্বে ও জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী আনোয়ার শাহ কোম্পানীগঞ্জী এবং আপনজন ফাউন্ডেশন এর সভাপতি মুফতী রুহুল আমিন সিরাজীর যৌথ সঞ্চালনায় কুরআন তিলাওয়াত এর মাধ্যমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হয়।
এতে বক্তব্য রাখেন ক্বাওমী মাদ্রাসা ঐক্য পরিষদ কোম্পানীগঞ্জ এর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জামাল উদ্দিন, জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা ফয়জুর রহমান, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা মাসুম আহমদ, খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান,
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ, উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু আহমদ, গণঅধিকার পরিষদ এর আহ্বায়ক লিটন মাহমুদ খান, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাস্টার আবুল খায়ের, উলামা মাশায়েখ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা শামসুজ্জামান, টুকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি গাজী মাসউদুর রহমান খান, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মিজান, পেশাজীবি পরিষদের সভাপতি শফিকুল ইসলাম,
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মঈন উদ্দিন মিলন, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার যুগ্ম সদস সচিব আবুল আলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোম্পানীগঞ্জ এর মুফতি জাকির, মুরসালিন,পাভেল, উপজেলা তালামীযের প্রতিনিধি রুয়েল সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, পেশাজীবি, শিক্ষার্থী, তাওহীদী মুসলিম জনতা।
সমাবেশ পরে টুকেরবাজার পয়েন্ট থেকে উপজেলা পরিষদে গিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘটে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host