ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি
পূর্ব বিরোধের জেরে হামলার শিকার হওয়ার পর বিশ্বনাথে এক অসহায় পরিবার এবার প্রতিপক্ষের সাজানো পাল্টা মামলায় বিপাকে পড়েছে। হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করার পর থেকেই বাদীকে মামলা তুলে নিতে প্রভাবশালী মহলের চাপ, হুমকি ও হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংরাওলী গ্রামে। আহতদের মধ্যে রয়েছেন একজন বৃদ্ধা নারী ও একজন যুবতীসহ একই পরিবারের চারজন সদস্য। তারা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহতের ভাই রুবেল মিয়া বিশ্বনাথ থানায় ৬ জনের বিরুদ্ধে একটি মামলা (মামলা নম্বর-২১) দায়ের করেন। অভিযুক্তরা হলেন—জামাল উদ্দিন, শাকির হোসেন, মিজান মিয়া, রাবেয়া বেগম, জাহানারা বেগম ও মঈন উদ্দিন।
রুবেল মিয়ার অভিযোগ, মামলার পর থেকেই আসামিপক্ষ ও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি তাকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। তিনি রাজি না হওয়ায় ঘটনার তিন দিন পর ঘটনাস্থলে না থাকা রাহেলা বেগমকে বাদী দেখিয়ে পাল্টা মামলা (মামলা নম্বর-২৫) দায়ের করা হয়। এতে রুবেল মিয়াসহ তার পরিবারের সাত সদস্যকে অভিযুক্ত করা হয়।
রুবেল আরো ও বলেন, ‘পাল্টা মামলার বাদী রাহেলা বেগম ওই দিন ঘটনাস্থলে ছিলেন না। পুলিশ যদি মোবাইল কললিস্ট ও যথাযথ তদন্ত করে, তাহলে আসল ঘটনা স্পষ্ট হয়ে যাবে। মিথ্যা মামলার মাধ্যমে আমাদের হয়রানি করা হচ্ছে।’
সাংবাদিক পরিচয়ে পাল্টা মামলার বাদী রাহেলা বেগমের বক্তব্য জানতে চাইলে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
স্থানীয় ইউপি সদস্য কামাল মিয়া বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা কয়েকজন মুরব্বী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি আপোষে মিমাংসার চেষ্টা করেছিলাম। কিন্তু একপক্ষ এতে সম্মত হয়নি। পরে উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে।’
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘ঘটনার বিষয়ে উভয় পক্ষই মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে কাউকে অযথা হয়রানি করা হবে না।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host