ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জ পৌরশহরের হোটেল কর্মচারী রুবেল আহমদ হত্যা মামলার প্রধান আসামি ট্রলি চালক আব্দুল হান্নানকে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) ভোররাতের দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হান্নানকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আব্দুল হান্নান (৪৫) জকিগঞ্জ পৌর এলাকার পশ্চিম বিলেরবন্দ গ্রামের মৃত সবই আলীর ছেলে।
গত ১৬ মার্চ রাতে জকিগঞ্জ পৌর শহরের হোটেল কর্মচারী ও কে পশ্চিম বিলেরবন্দ গ্রামের নির্জনস্থানে ডেকে নিয়ে ট্রলি চালক আব্দুল হান্নান ও তার সহযোগী পূর্ব মাইজকান্দী গ্রামের খলিলুর রহমানের ছেলে শান্ত আহমদ (২২) ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে আহত রুবেলকে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ট্রলি চালক আব্দুল হান্নান ও অপর সহযোগী শান্তকে আসামি করে থানায় মামলা হয়। গত ৫ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় রুবেল মারা যায়। পুলিশ তাৎক্ষণিক অভিযান করে শান্তকে গ্রেফতার করলেও হান্নান কে গ্রেফতার করতে পারেনি। অবশেষে হান্নানকেও গ্রেফতার করায় রুবেলের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেফতারকৃত আব্দুল হান্নানকে থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল কোর্টে হাজির করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host