ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫
সার্জান খাঁন, কোম্পানীগঞ্জ থেকে
কোম্পানীগঞ্জ উপজেলাধীন কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নদী ভাঙন রক্ষায় ঢাকা থেকে জরুরী ভিত্তিতে পরিদর্শনে আসেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী, ডিজাইন সার্কেল ড. মাসুদ।
দীর্ঘদিন যাবত ঝুকিপূর্ণ অবস্থায় চলছিল পাঠদান। নদী ভাঙনের ফলে বিদ্যালয়ের দেয়ালে ধরেছে ফাটল। যেকোনো মুহুর্তে ধ্বসে পড়ার আশংকা। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার মানুষজন অবিভাবক সমাজের মধ্যে বিরাজ করছে আতংক।
এই বিদ্যালয়সহ পুরো একটা গ্রামের বসতভিটা ফসলি জমি মসজিদসহ জনজীবন হুমকির মুখে রয়েছে। ভয়াবহ রুপ ধরণ করেছে এই চেঙ্গের খাল নদী।
এমন সময় সরকারি এই কর্মকর্তার সফর ঘিরে জনমনে আশার সঞ্চার হয়েছে। নদী ভাঙ্গন পরিদর্শন শেষে ড. মাসুদ উপস্থিত শীঘ্রই নদী ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন।
এতে আরো উপস্থিত ছিলেন সিলেট উপ-বিভাগীয় প্রকৌশলী তানভীর ইসলাম এবং সিলেট উপসহকারী প্রকৌশলী ফখরুল ইসলাম সাহেব।
উপস্থিত ছিলেন ৪নং ইছাকলস ইউনিয়ন এর চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, কলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক মেম্বার সাইদুর রহমান, সাংবাদিক সার্জান খাঁন-সহ এলাকাবাসী।
ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু এলাকাবাসীর পক্ষ থেকে এই কলাপাড়া যুগীরগাঁও দুইটি গ্রামের একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় দ্রুত ব্যবস্তা গ্রহণের জন্য অনুরোধ করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host