ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে উপজেলার বহুল আলোচিত আল-হেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছাত্রলীগ নেতা জোবেদ আহমদ আসলাম (২১)কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্বনাথ থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ এলাকা জানাইয়া গ্রাম থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জোবেদ আহমদ আসলাম বিশ্বনাথ পৌরসভার আব্দুল মালিকের ছেলে। তার বিরুদ্ধে জিআর মামলা নম্বর ৭৬/২৪ এর অধীনে দ্রুত বিচার আইনের ৪/৫ ধারা অনুযায়ী আদালতের ওয়ারেন্ট জারি ছিল।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ‘আল-হেরা ভাঙচুর মামলায় গ্রেফতারকৃত জোবেদ আহমদ আসলামের বিরুদ্ধে আদালতে ওয়ারেন্ট ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।’
উল্লেখ্য, গত ৪ আগস্ট, আওয়ামী লীগ সরকারের শেষ দিনের আগের দিন, বিশ্বনাথ উপজেলার আল-হেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর, ১৮ আগস্ট শপিং সিটির চেয়ারম্যান ছাদেকুর রহমান বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৮৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host