ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে ছিনতাইকারিদের ছুরিকাঘাতে নিপেশ তালুকদার (৪৫) নামের এক ভ্রাম্যমাণ পণ্য বিক্রেতার মৃত্যু হয়েছে। রবিবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের বাওনপুর গ্রামের পশ্চিমে পাঁচপীরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিপেশ তালুকদার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সুনামপুর (রফিনগর) গ্রামের সানন্দ তালুকদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে সিলেটের জালালাবাদ থানার তেমুখি এলাকায় পরিবারসহ বসবাস করে আসছিলেন।
স্থানীয় সূত্র জানায়, নিপেশ তালুকদার বাইসাইকেল দিয়ে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডসহ বিভিন্ন বাজারে কয়েল-জর্দাসহ নানা পণ্য বিক্রি করতেন। প্রতিদিনের ন্যায় রবিবার সন্ধ্যায়ও পণ্য বিক্রি শেষে রাত ৮টার দিকে ফেরার পথে পাঁচপীরের বাজারের পশ্চিমে নির্জন সড়কে ছিনতাইকারিরা নিপেশের উপর চড়াও হয়ে তাঁর সাথে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেয়। তিনি তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তার বুকের বামপাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পাঁচপীরের বাজারের দিকে দৌড়ে একটি দোকানের ভেতরে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন নিপেশ এবং সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
খবর পেয়ে রাত ১০টার দিকে ওসমানীনগরের সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান ও বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতােেলর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host