ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫
সুয়েব রানা, জৈন্তাপুর
একটি সময় ছিল, যখন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এক তরুণ অক্লান্ত পরিশ্রম করে নিজের জায়গা করে নেন দেশের অন্যতম জনপ্রিয় গণমাধ্যমগুলোতে। তিনি শাহাব উদ্দিন শিহাব নামটি হয়তো আজ অনেকের কাছে নতুন, কিন্তু যারা সিলেট অঞ্চলের গণমাধ্যম এবং সামাজিক অঙ্গনের সঙ্গে পরিচিত, তাদের কাছে এই নামটি একসময়ের উজ্জ্বল পরিচিতি।
সাংবাদিকতা ছিল তার প্রাণের জায়গা। বৈশাখী টিভি, বাংলা টিভি, সবুজ সিলেটের মতো প্রতিষ্ঠানে কাজ করে তিনি নিজেকে প্রমাণ করেছেন একজন সৎ, সাহসী এবং দায়িত্ববান সংবাদকর্মী হিসেবে। তার রিপোর্টে যেমন উঠে এসেছে সাধারণ মানুষের সুখ-দুঃখ, তেমনি সমাজের অসঙ্গতি নিয়েও উচ্চারণ ছিল তার কণ্ঠে।
তবে সময়ের প্রেক্ষাপট মানুষকে কখনো কখনো নতুন পথে ঠেলে দেয়। শাহাব উদ্দিন শিহাবও একসময় দেশ ছেড়ে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। নতুন দেশে নতুন পরিবেশ, নতুন সংগ্রাম—সব মিলিয়ে জীবনের গতিপথ খানিকটা পাল্টে যায়। প্রবাসের ব্যস্ততা, জীবনের বাস্তবতা তাকে সাংবাদিকতা থেকে কিছুটা দূরে সরিয়ে দেয় ঠিকই, তবে তার ভেতরের ‘সাংবাদিক’টা কখনোই মরে যায়নি।
প্রবাসে থেকেও তিনি ছিলেন মানবিক দায়িত্বে সচেতন। সমাজ, সংস্কৃতি, এবং মানবাধিকার নিয়ে কাজ করার চেষ্টা করেছেন নিজের মতো করে। দূরদেশে থেকেও মনটা পড়ে থাকত বাংলাদেশের মাঠ-ঘাট, মানুষ আর সংবাদজগতের প্রতি। মাঝে মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে দেখা যেত সমাজ সচেতনতা বিষয়ক লেখা, মতামত বা বিশ্লেষণ তুলে ধরতে।
এবার দীর্ঘ সময় পর সেই শিহাব ফিরছেন মাতৃভূমিতে। দীর্ঘ প্রবাস জীবনের ক্লান্তি ও অভিজ্ঞতা নিয়েই আবারও পা রাখবেন সেই মাটিতে, যেখান থেকে তার পথচলা শুরু হয়েছিল। এই ফেরা শুধু ব্যক্তিগত নয়- এ যেন এক আত্মিক পুনর্মিলন, এক প্রবাসীর প্রাণের সঙ্গে দেশের টান।
শাহাব উদ্দিন শিহাব জানান, ‘আমি দেশে ফিরছি পরিবার ও আপনজনদের সঙ্গে সময় কাটানোর জন্য। তবে মন চায়, যদি পারি, ছোট ছোট উদ্যোগ নিই-যার মাধ্যমে সমাজে কিছু ইতিবাচক পরিবর্তন আনতে পারি। তরুণদের সঙ্গে বসে কথা বলতে চাই, তাদের উৎসাহ দিতে চাই—সত্য ও দায়বদ্ধতার পথেই যেন তারা হাঁটে।’
তার ভাষায়, ‘সাংবাদিকতা আমার আত্মার অংশ ছিল, এখনও আছে। পরিস্থিতির কারণে কিছুটা দূরে চলে গেলেও, নিজের ভেতরের সাংবাদিকটা আজও জাগ্রত। দেশে ফিরে যদি সুযোগ পাই, আবার সমাজসেবামূলক কাজে যুক্ত হতে চাই।’
আজকের এই দ্রুতবেগে পাল্টে যাওয়া পৃথিবীতে, এমন নিঃস্বার্থ ও মানবিক মানসিকতার মানুষ খুব বেশি দেখা যায় না। শাহাব উদ্দিন শিহাব তাদেরই একজন, যিনি প্রবাসে থেকেও দেশের কথা ভাবেন, সমাজের কথা ভাবেন। নিজের অবস্থান থেকে সমাজের জন্য কিছু করতে চান—এমন মানুষই ভবিষ্যতের জন্য প্রেরণা হয়ে থাকেন।
শেষ কথা, প্রবাসে থেকেও দেশপ্রেমের যে চিরন্তন টান, সেটিই নতুন করে প্রমাণ করলেন সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব। তার এ ফেরাকে শুধু এক প্রবাসীর ফিরে আসা বললে কম বলা হবে—এ যেন এক দায়বদ্ধ হৃদয়ের প্রত্যাবর্তন। সমাজ ও সময়ের এই পরিবর্তনশীল ধারায় এমন মানুষদের গল্পই আগামী প্রজন্মকে সাহস ও অনুপ্রেরণা জোগাবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host