ছাত্রদল নেতা পারভেজ হত্যা : সিলেটের কোম্পানীগঞ্জে ছাত্রদলের প্রতিবাদি মানববন্ধন

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫

ছাত্রদল নেতা পারভেজ হত্যা : সিলেটের কোম্পানীগঞ্জে ছাত্রদলের প্রতিবাদি মানববন্ধন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী, জুলাই-আগস্ট আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ তম ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর
প্রতিবাদে সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল-আমীন সারোয়ারের সভাপতিত্বে ও রায়হান নাফিজ এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমেদ, যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান শুভ, আহ্বায়ক সদস্য হাবিবুর রহমান, সাইফুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ সভাপতি নবীন, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তাদির, যুগ্ম সাধারণ সম্পাদক রাইহান ছিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক সামি, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল হক রাজু, সহ স্কুল বিষয়ক সম্পাদক তোফাজ্জল, উপজেলা ছাত্রদল নেতা সামসুজ্জামান, জুবের, মুফাজ্জল, শাজিদ শাহরিয়ার, রিদয় মিয়া, আলি আব্বাস, ফাহাদ, আফসার, ছাব্বির রহমান, সুহান আহমেদ, শামিম, মেহেদি, কামরুল-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
এই ঘটনার প্রতিবাদে এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। ছাত্রদল নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দ্রুত গেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এতে শিক্ষাঙ্গনে সহিংসতা ও দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।
ছাত্রদল নেতারা বলেন, ‘এই হত্যাকাণ্ড শুধু একজন নেতার মৃত্যু নয়, এটি পুরো ছাত্রসমাজের উপর আঘাত। দোষীদের অবিলম্বে গ্রেফতার না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

সর্বশেষ ২৪ খবর