ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ এক্য পরিষদ এর আয়োজনে অনুষ্ঠিত হবে তাহফীযুল কুরআন প্রতিযোগিতা। ২ ধাপে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতা সফল করার লক্ষ্যে আয়োজক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) উপজেলার টুকের বাজারস্থ এক অভিজাত হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জানানো হয় কোম্পানীগঞ্জের বিভিন্ন হাফিজি মাদ্রাসা থেকে ক এবং খ ক্যটাগরীতে প্রতিযোগিরা প্রতিদ্বন্দ্বীতা করবে। ক ক্যটাগরীতে ১৫ পারা এবং খ ক্যটাগরীতে পুরো কুরআন শরীফের ৩০ পারা থেকে প্রতিযোগীদের জন্য প্রশ্ন করা হবে। প্রতিযোগিতার প্রথম পর্ব ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। এখান থেকে ক ক্যটাগরীতে ১০জন এবং খ ক্যটাগরীতে ১০ জন প্রতিযোগিকে মূল পর্বের জন্য ইয়েস কার্ড দেওয়া হবে। তারা ২৮ এপ্রিল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। খ ক্যটাগরীতে প্রথম পুরষ্কার হিসেবে ৫০ হাজার টাকা দ্বিতীয় পুরষ্কার হিসেবে ৩০ হাজার ও তৃতীয় পুরষ্কার হিসেবে ২০ হাজার টাকা নগদ অর্থ দেওয়া হবে। আর ক ক্যটাগরীতে প্রথম পুরষ্কার হিসেবে ১৫ হাজার দ্বিতীয় পুরষ্কার হিসেবে ১০ হাজার ও তৃতীয় পুরষ্কার হিসেবে ৫ হাজার টাকা নগদ অর্থ দেওয়া হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মুফতী হোসাইন আহমেদ, হাফিজ মাওলানা জামাল উদ্দীন, মাওলানা মোহাম্মদ আলী, মোঃ হাবিবউল্লাহ জাবেদ, প্রবাসী মাওলানা নাজিম উদ্দীন নাদিম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, অর্থ সম্পাদক আলী হোসেন, অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম , মাওলানা সাদিকুর রহমান, মাওলানা আহমদ আব্বাস, মাওলানা আব্দুস সাত্তার প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host