ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ
কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী। মঙ্গলবার (২৩ এপ্রিল) ‘পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স-২০২৫ এ তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা পদক ও প্রশংসাপত্র প্রদান করা হয়।
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তত্ত্বাবধানে আয়োজিত এই সম্মেলনে ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময়ে বিভিন্ন মামলার পরোয়ানা তামিল, তদন্ত প্রতিবেদন প্রেরণসহ প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য তাকে এ স্বীকৃতি দেওয়া হয়।
এ সম্মাননা অর্জন প্রসঙ্গে প্রতিক্রিয়ায় ওসি এনামুল হক চৌধুরী বলেন, ‘এই স্বীকৃতিতে আমি গর্বিত। সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্যারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host