ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে পুলিশের বিশেষ অভিযানে আপন ভাইসহ ৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। শুক্রবার রাতে ও শনিবার ভোর বেলায় পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বিশ্বনাথ পৌরসভার নরশিংহপুর গ্রামের মৃত আবদুল করিমের ছেলে আব্দুস সালাম(৩৭) ও আবুল কালাম(৩৫) ও উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর গ্রামের কিতাব আলীর ছেলে জিতু মিয়া(২০)। এরমাঝে আব্দুস সালাম ও আবুল কালামের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা {সি.আর ৪৫(২০২৪)} রয়েছে। এছাড়া আবুল কালামের বিরুদ্ধে জি.আর ৭৪(২০২৪) মামলা রয়েছে। অন্যদিকে জিতু মিয়ার নামে ৯৭(২০২৪) নম্বর মামলা রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতার এড়াতে তারা পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host