গোয়াইনঘাটে চাঁদাবাজ কামরুলকে গ্রেফতারে জনমনে স্বস্তি

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫

গোয়াইনঘাটে চাঁদাবাজ কামরুলকে গ্রেফতারে জনমনে স্বস্তি

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেট জেলার গোয়াইনঘাট থানার একাধিক চাঁদাবাজি মামলার আসামি ‘কামরুল’কে সাম্প্রতিক গোয়াইনঘাট থানাধীন লেংগুড়া গ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর বিশেষ শাখা। তার গ্রেফতারের খবরে গোয়াইনঘাট উপজেলার মানুষের মাঝে স্বস্তির নিঃশ্বাস বইছে। উপজেলার মানুষের দাবি এরকম একজন চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতারের মাধ্যম আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।
র‌্যাব জানায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল গত ১৯ এপ্রিল’২৫ অনুমান সাড়ে ১১টার দিকে সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন লেঙ্গুড়া এলাকায় অভিযান পরিচালনা করে। সিলেট জেলার গোয়াইনঘাট থানার এফআইআর নং-২৮ চাঁদাবাজি মামলার এজাহারনামীয় ০১নং পলাতক আসামি মৃত কুস্তর আলীর ছেলে কামরুল ইসলাম(২৬)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
জানা যায়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর