ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
বিশ্বের বিভিন্ন দেশে থাকা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসীদের সংগঠন “কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদ”র উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার হলরুমে এই হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, কোরআন আল্লাহর বানী। এই কোরআনের সংস্পর্শে আসলে মুমিনের সম্মান বাড়ে। এতে এই প্রতিযোগিতা কোম্পানীগঞ্জে ১ম। তাই কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যণ ঐক্য পরিষদকে এমন আয়োজন করায় ধন্যবাদ জানান তারা।
প্রতিযোগিতায় খ গ্রুপে প্রথম হয়েছেন তাহের আহমদ আর ক গ্রুপের বিজয়ী হয়েছেন আব্দুল গফুর। এ ছাড়া খ গ্রুপে দ্বিতীয় হয়েছেন ওবায়দুল হক মহসিন ও তৃতীয় হয়েছেন মাসুম আহমদ। ক গ্রুপে দ্বিতীয় হয়েছেন ওবায়দুল্লাহ ফারহান ও তৃতীয় হয়েছেন জাকারিয়া আহমদ।
প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়া ইসলামিয়া মখজুনুল উলুম কলাবাড়ী মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল মুছাব্বির। মিম সুফিয়ান ও মাওলানা রুহুল আমীন সিরাজীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুফতি আশিকে এলাহী।
মাওলানা মোহাম্মদ আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট নয়াসড়ক মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি সাহাব উদ্দিন, দলইরগাঁও টাইটেল মাদ্রাসার মুহতামিম মুফতি সিকন্দর আলী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কোষাধ্যক্ষ আলী হোসেন, ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল বাশার, গৌরিনগর মাদ্রাসার মুহতামিম হাফিজ ফয়জুর রহমান, কোম্পানীগঞ্জ বালিকা মাদ্রাসার মুহতামিম মুফতি হোসাইন আহমদ,পিঠারগঞ্জ মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, শিমুলতলা নোয়াগাঁও মাদ্রাসার মুহতামিম মাওলানা ওলিউর রহমান,
সামাজিক ব্যক্তিত্ব লায়ন আসাদুল হক আসাদ, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম,
কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের সহ সভাপতি মাওলানা নুরুল ইসলাম মাসুক, আনিসুজ্জামান আনিছ, যুগ্ম সম্পাদক মাওলানা ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজিম উদ্দীন নাদিম, হিফজুল কুরআন প্রতিযোগিতা কমিটির সদস্য হাফিজ জামাল উদ্দিন, হাবিবুল্লাহ জাবেদ, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আহমদ আবাস, হাফিজ ফরহাদ আহমদ, মাওলানা খায়রু আমিন, হাফিজ মাছুম আহমদ, মাওলানা সাদিক আহমদ প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host