জৈন্তাপুরে মানববন্ধন : প্রবাসে থাকা যুবলীগ নেতার বিচারের দাবি

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, মে ৩, ২০২৫

জৈন্তাপুরে মানববন্ধন : প্রবাসে থাকা যুবলীগ নেতার বিচারের দাবি

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রবাসে অবস্থানরত এক যুবলীগ নেতার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়ভাবে পরিচিত তোফায়েল আহমদ নামে ওই ব্যক্তি বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে তোফায়েল আহমদ দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের উপর চাঁদাবাজি, হয়রানি ও নির্যাতন চালিয়েছেন। তারা দাবি করেন, স্থানীয় অনেক নারী-পুরুষ তার সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হয়েছেন।
সরকার পরিবর্তনের পর জৈন্তাপুরের বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষ এই কর্মসূচিতে একত্রিত হন। তারা জানান, এই যুবলীগ নেতাকে দেশে ফিরিয়ে এনে উপযুক্ত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ সাধারণ মানুষের উপর জুলুম-নির্যাতনের সাহস না পায়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তারা ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই এই কর্মসূচি পালন করছেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান।
এ বিষয়ে তোফায়েল আহমদের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ ২৪ খবর