দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে হবে

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, মে ৪, ২০২৫

দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে হবে

ওসমানীনগর প্রতিনিধি
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেছেন, দেশের উন্নয়ন অগ্রগতির মূল চালিকা শক্তি কৃষি। কৃষি উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। দেশের উন্নয়ন ও খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে বর্তমান সরকার কৃষি খাতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে হবে। দেশের অনাবাদি জমি ফসলে রূপান্তরিত করতে হবে। দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সে লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি প্রযুক্তি নির্ভর আগামীর বাংলাদেশ গড়তে প্রত্যেককে নিজ নিজ জমিতে চাষ করে কৃষি খাতে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
রবিবার (০৪ মে) দুপুরে ওসমানীনগর উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক আয়োজিত ৬দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওসমানীনগর উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমার সভাপতিত্বে ও উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আরিফ রব্বানীর পরিচালনায়, অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আনহার আহমদ, ওসমানীনগর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান, ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রশিদ, সিনিয়র সদস্য সাইফুর এম রেফুল, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা শেখ আখলাক উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ ইকবাল ইবনে জসীম, কৃষক আব্দুর রহমানপ্রমূখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল মোত্তাকিন চৌধুরী মাসুম, গীতা পাঠ করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা রাজিব দাস।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর