ওসমানীনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, মে ৪, ২০২৫

ওসমানীনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান

ওসমানীনগর প্রতিনিধি
রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের লাঞ্ছিত ও অপমানিত করে পদত্যাগ করতে বাধ্য করা হয়। শিক্ষা সমাজে এমন অস্থিতিশীল পরিস্থিতিতে এবার ব্যতিক্রমী উদ্যোগের দেখা মিললো। শিক্ষা ও নৈতিকতার ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় শিক্ষক সম্মাননা পেলেন সিলেটের ওসমানীনগর উপজেলার সম্প্রতি অবসরপ্রাপ্ত শিক্ষকরা।
রবিবার বিকেলে উপজেলার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ওসমানীনগর উপজেলা কমিটির আয়োজনে শিক্ষকদের সম্মাননা দেয়া হয়।
এসময় ১৫ জন শিক্ষকদের হাতে আদর্শ শিক্ষক সম্মাননা স্মারক, উপহার প্রদান করা হয়।
উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, ওসমানীনগর উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ চমক আলীর সভাপতিত্বে মহিলা সম্পাদিকা আয়শা আক্তার, ও সাধারণ সম্পাদক মনোজ কুমার দাশ এর যৌথ পরিচালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সানাউল হক সানী, তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজিত চন্দ্র পাল,
প্রচার সম্পাদক মতিলাল গুপ্ত,
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলার সভাপতি আবুল কালাম আজাদ, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, সিনিয়র সদস্য সাইফুর এম রেফুল, সাধারণ সম্পাদক হারুন রশিদসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন প্রধান ও সহকারী শিক্ষক শিক্ষিকা মন্ডলী রাজনৈতিক সামাজিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মাননা স্মারক যাদের প্রদান করা হয়, শিখা কর, শুক্লা দে, শ্যামল রঞ্জন দে, পাপড়ি রাউত, শেলিনা বেগম, জয়ন্তী রাণী দাস, স্বপ্না দত্ত, নাজমুন্নাহার, আবুল কালাম আজাদ, মোছাঃ:আছিয়া খাতুন, সাহেদা ফাতেমা বেগম, নির্মল কুমার দাস, জামাল আহমদ, সুপ্তি রাণী দে, স্বপ্না রানী দত্ত।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর