ঢাকা ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, মে ১১, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি
চিকনাগুল ইউনিয়নের অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া তৈয়্যিবিয়া নূরে মদিনা মাদরাসা এবছর কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে আবারও প্রমাণ করল তাদের শিক্ষার মান ও নিষ্ঠা। এই অর্জনকে স্বীকৃতি দিতে পশ্চিমচটি সমাজ কল্যাণ সংগঠন এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
রবিবার (১১ মে) সকাল ১১টায়, মাদ্রাসার হলরুমে আয়োজিত এই আয়োজনে ছিল আনন্দ, গর্ব আর কৃতজ্ঞতার মিশেল। নুরানি তালিমুল কোরআন বোর্ড, চট্টগ্রাম-এর কেন্দ্রীয় পরীক্ষায় ৩য় শ্রেণিতে ১০ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয় এবং ১৫ জন শিক্ষার্থী শতভাগ সফলভাবে উত্তীর্ণ হয় — যা প্রতিষ্ঠানটির জন্য এক গৌরবময় অধ্যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তোফায়েল আহমেদ, এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রবাসী গ্রুপ (বাহরাইন শাখা)-এর সভাপতি, জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইন-এর সাধারণ সম্পাদক এবং বাহরাইন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা আমাদের সন্তানদের এই অর্জনে গর্বিত। তাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকুক— এজন্য যা যা করা প্রয়োজন, আমি সবসময় পাশে থাকব। দ্বীনি শিক্ষার মানোন্নয়নই আমাদের লক্ষ্য হওয়া উচিত।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা ফয়জুল করিম, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য অহিদুর রহমান, সমাজসেবী অলিউর রহমান, ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান, নুরুল ইসলাম মঞ্জুর, বশির উদ্দিন, বাদশা মিয়া, জাহেদ হোসেন রুহেল, জহির উদ্দিন, এমদাদুল হক এবং সংগঠনের সাধারণ সম্পাদক মুরাদ হাসান, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শেষ অংশে অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এক আবেগঘন পরিবেশে শিক্ষার্থীদের মুখে ফুটে উঠে উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host