অবৈধভাবে পাথর উত্তোলন
কোম্পানীগঞ্জে তিনজনের কারাদণ্ড, ৫০ নৌকা ধ্বংস

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, মে ১১, ২০২৫

<span style='color:#077D05;font-size:19px;'>অবৈধভাবে পাথর উত্তোলন</span> <br/> কোম্পানীগঞ্জে তিনজনের কারাদণ্ড, ৫০ নৌকা ধ্বংস

কোম্পানীগঞ্জ সংবাদদাতা
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাংকার এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে তিনজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও তেলিখাল এলাকায় অভিযান চালিয়ে পাথর উত্তোলনে ব্যবহৃত ৫০টি নৌকা ধ্বংস করা হয়েছে এবং জব্দ করা হয়েছে প্রায় আড়াই লাখ ঘনফুট বালু।
শনিবার (১০ মে) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বাংকার ও তেলিখাল এলাকায় পৃথকভাবে এই অভিযান পরিচালনা করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার অভিযানে নেতৃত্ব দেন।
জানা গছে, শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার ভোলাগঞ্জ পাথরকোয়ারি সংলগ্ন বাংকার ও তেলিখাল এলাকায় অভিযানে নামে উপজেলা প্রশাসন। অভিযান চলাকালে তেলিখাল এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত ২ লাখ ৫০ হাজার ঘনফুট বালু, একটি পেলুডার ও একটি ট্রাক জব্দ করা হয়। ট্রাকটির বৈধ কাগজপত্র না থাকায় মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে সন্ধ্যায় বাংকার এলাকায় অভিযান চালিয়ে পাথর উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অপরাধে আজিজুল, আলাউদ্দিন ও শফিকুল ইসলাম নামের তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও আজিজুন্নাহার জানান, দুই দফায় অভিযান পরিচালনা করে আনুমানিক ২ লাখ ৫০ হাজার ঘনফুট বালু, বালু তোলার একটি পেলুডার ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এছাড়াও তিনজনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, আজ রোববার রেলপথ মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পরিদর্শন করে গেছেন। তাদের প্রতিবেদনের উপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ২৬ এপ্রিল সাদা পাথর এলাকায় একই ধরনের অভিযানে নয়জনকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক থাকায় তাকে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে যথাযথ ব্যবস্থায় পাঠানো হয়।

সর্বশেষ ২৪ খবর