জৈন্তাপুরে বলৎকারের চেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, মে ১১, ২০২৫

জৈন্তাপুরে বলৎকারের চেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরকে বলৎকারের চেষ্টার অভিযোগে নছিম উদ্দিন(২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। অভিযুক্ত নছিম উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের ভিত্রিখেল কইনাখাই গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত শনিবার (১০ মে) রাত ১১টার দিকে ভিকটিম কিশোরের মা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরপরই পুলিশ অভিযুক্ত নছিমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত নছিম উদ্দিন দীর্ঘদিন ধরে ওই কিশোরকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ৩ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরটি বাড়ি ফেরার পথে ভিত্রিখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পৌঁছালে, নছিম তাকে জোরপূর্বক স্কুলের পেছনে একটি ঝোঁপের কাছে নিয়ে গিয়ে বলৎকারের চেষ্টা করেন। কিশোরটি সেখান থেকে দৌড়ে পালিয়ে একটি দোকানের সামনে আশ্রয় নিলে, সেখানে গিয়ে নছিম তাকে মারধর করে। এতে কিশোরের শরীরে নীলফুলা জখম হয়।
ঘটনার সময় দোকানে থাকা স্থানীয় লোকজন কিশোরকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।
পরবর্তীতে পরিবার সূত্রে জানা যায়, ঘটনার পর অভিযুক্ত নছিম আইনি পদক্ষেপ না নিতে কিশোরের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এমনকি দা হাতে তাদের বাড়ির আশপাশে ঘোরাঘুরিও করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার পর পরিবার আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে শনিবার রাতে থানায় অভিযোগ দায়ের করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, কিশোরের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্তকে আটক করা হয় এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর আওতায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর