ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, মে ১২, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাঁচপীরের বাজার এলাকায় সংঘটিত ভ্রাম্যমাণ পণ্য বিক্রেতা নিপেশ তালুকদার হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় বাওনপুর গ্রামের প্রবাসীরাসহ এলাকাবাসি। একইসাথে গ্রামের প্রবাসীরা এলাকাবাসির সহযোগিতায় নিহতের পরিবারকে প্রদান করেছেন আর্থিক সহায়তা।
সোমবার (১২ মে) দুপুরে বাওনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে নিপেশ তালুকদার হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। এ সময় বাওনপুর গ্রামের প্রবাসীদের দেওয়া নগদ এক লক্ষ টাকা নিপেশের স্ত্রী লক্ষী দাশের হাতে তুলে দেন স্থানীয় এলাকাবাসি।
এলাকার সালিশ ব্যক্তিত্ব রইছ মিয়ার সভাপতিত্বে সংগঠক গোলাম আকবরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি, রাজনীতিবিদ মো. ময়নুল হক।
বক্তব্যে তিনি নিপেশ তালুকদার হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও তাদের বিচারের দাবি জানান। পাশাপাশি, নিপেশের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করায় বাওনপুর গ্রামের প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন।
সভায় আরও বক্তব্য রাখেন স্কুল শিক্ষক ইমরান আহমদ, প্রবীণ ব্যক্তি শফিকুল ইসলাম, ইউপি সদস্য ফজলুল হক ফজলু।
এ সময় উপস্থিত ছিলেন- বাওনপুর গ্রামের আমরুশ আলী ফরিদ উদ্দিন আব্দুল মছব্বির, ফেরদৌস মিয়া, আব্দুস শহিদ, মবুল মিয়া, মখলিছ মিয়া, মাসুক মিয়া, আব্দুল বাসিত, মাওলানা হেলাল আহমদ, সুজন মিয়া, জয়নাল আহমদ জাবেদ, আজাদ মিয়া, সুমন মিয়া, তৈমুছ আলী, রুহান মিয়া।
সভা আয়োজন ও আর্থিক সহায় প্রদান করায় বাওনপুরের প্রবাসী এবং স্থানীয় এলাকাবাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নিপেশ তালুকদারের স্ত্রী লক্ষী দাশ।
উল্লেখ, গত ২০ এপ্রিল রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের পাঁচপীরের বাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ভ্রাম্যমাণ পণ্য বিক্রেতা, সুনামগঞ্জের দিরাই উপজেলার সোলমানপুর গ্রামের নিপেশ তালুকদার। এ ঘটনার পরদিন তাঁর স্ত্রী লক্ষী দাশ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host