রেদোওয়ান হোসেন শামীম বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য মনোনীত

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫

রেদোওয়ান হোসেন শামীম বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য মনোনীত

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ
বৃটিশ চেম্বার অব কমার্সের সদস্য, হোসাইন ফাউন্ডেশন ইউ’কের ফাউন্ডার, যুক্তরাজ্য সাউথতন্টন গ্রামীণ স্পাইসের ডিরেক্টর, বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের বড়তলা গ্রামের জননন্দিত সমাজসেবক স্বদেশ প্রেমিক, সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী রেদোওয়ান হোসেন শামীম বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য মনোনীত হয়েছেন।
সম্প্রতি ক্লাবের এক সাধারণ সভায় সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে তাকে ক্লাবের আজীবন দাতা সদস্য হিসাবে মনোনীত করা হয়।
রেদোওয়ান হোসেন শামীমের পিতা মোঃ জাহিদ হোসেন বজলু মিয়া জননেতা এম ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকেই অলংকারি ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এবং তিনি একাদিক মামলায় শিকার ও অত্যাচারিত ছিলেন তবুও শহীদ জিয়ার আদর্শ ও এম ইলিয়াস আলীর দর্শন প্রতিষ্ঠার আন্দোলন থেকে তিনি ছিটকিয়ে পড়েননি।
বর্তমানে জীবনের শেষ বয়সেও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা ও জননেতা এম ইলিয়াস আলীর পরিবারের পাশেই রয়েছেন।
রেদোওয়ান হোসেন শামীমের চাচা নূরুল ইসলাম যুক্তরাজ্য প্রবাসী ছিলেন বর্তমানে তিনি এই পৃথিবীতে নেই।
চাচা মরহুম আকলুম হোসেন জিলু মিয়া ১৯৭৭ ইংরেজীতে অলংকারি ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হন। পরে তিনি ১৯৮৮ ও ১৯৯২ ইংরেজীতে অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বি ছিলেন এবং অল্প ভোটের ব্যবধানে রামপুরের মরহুম আব্দুর রব চেয়ারম্যানের কাছে পরাজিত হন।
রেদোওয়ান হোসেন শামীমের পিতার আপন চাচাত ভাই নাজমুল ইসলাম রুহেল ২০১৬ ইংরেজীতে অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
তাঁর দাদা মরহুম সমছু মিয়া ১৯৬২ ইংরেজীতে পাকিস্হান আমলে অলংকারি ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হয়েছিলেন।
রেদোওয়ান হোসেন শামীমের ভাই আ্যডভোকেট মোঃ খালেদ হোসেন সিলেট জেলা ও দায়রা জাজ আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করছেন এবং বিশ্বনাথ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক হিসাবে কাজ করে যাচ্ছেন।
তৃতীয় ভাই মোঃ বাসিত হোসেন তিনি ফ্রান্স প্রবাসী এবং সেখানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ি ৪র্থ ভাই আ্যডভোকেট মোঃ তারেক হোসেন তিনি বাংলাদেশ সুপ্রিমকোর্টের একজন আইনজীবি।
রেদোওয়ান হোসেন শামীম একজন খ্যাতিমান সমাজসেবক। প্রতি বৎসরই স্বদেশের অসংখ্য গরীব ও অসহায় মানুষকে সহযোগীতা করে আসছেন কিন্তু তিনি প্রচার থেকে বিমুখ। তাঁর প্রতিষ্ঠিত হোসাইন ফাউন্ডেশনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের অগণিত অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন।
বর্তমানে তিনি সাংবাদিক ও সংবাদপত্রের কল্যাণে এগিয়ে এসেছেন। বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও ক্লাবের উপদেষ্টা ও বিশ্বনাথ বার্তার সম্পাদক ইলিয়াস আহমদ রাজন তাকে আন্তুরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
অন্যদিকে তিনিও উপজেলা প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বলেন, আমি ২০০৪ সালে ৮ মার্চ যুক্তরাজ্য গমণ করেছি আর এই গমণই আমার স্বদেশবাসীর কল্যাণে। আর এ কল্যাণ সাধ্যমত আজীবন আমার অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।

সর্বশেষ ২৪ খবর