ঢাকা ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (১২ মে) রাত সাড়ে ৯ টায় উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া লামাপাড়া এলাকায় এ অভিযান চালালো হয়।
এতে বিপুল পরিমাণ ইয়াবাসহ উপজেলার পাড়ুয়া লামাপাড়া গ্রামের মৃত আরজ আলী’র ছেলে রহমত আলী (৫০) ও একই গ্রামের মৃত সৈয়দ আলী’র ছেলে ইসাক আলী (৪৫) কে আটক করা হয়। এতে মাদক বিক্রির নগদ ৯ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।ইসাক আলী মূলত শীলাকুড়ি গ্রামের স্থায়ী বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা করে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host