ঢাকা ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫
আজমিরীগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। স্থানীয় ডা. রেজাউল করিম ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলুর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধশতাধিক গ্রামের নারী-পুরুষ আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ মে) সকালে উপজেলার জলসুখা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সুত্রপাত হয় যখন তিনদিন পূর্বে জাকির হোসেন জনির ভাই ডা. রেজাউল বাড়ি থেকে তার কাকাইলছেও এলাকায় অবস্থিত ক্লিনিকের উদ্দেশে রওয়ানা হলে রাস্তায় আটক করে ফয়েজ আহমেদ খেলুর লোকজন তাকে মারপিট করে মোটরসাইকেল নিয়ে যায়। এই ঘটনার জের ধরে আজ মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে জাকির হোসেনের লোকজন ফয়েজ আহমেদের বাড়িতে হামলা করে। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জলসুখা গ্রামের ডা. রেজাউল করিম ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলুর অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য ও নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। মাসখানেক আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সোমবার (১২ মে) উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও উত্তেজনা দেখা দিলে একপর্যায়ে তা মীমাংসা হয়।
কিন্তু এর রেশ ধরে আজ মঙ্গলবার সকালে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহারে অর্ধশতাধিক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় অনেকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানা যায় নি।
এছাড়া সংঘর্ষের সময়ে একাধিক বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে বলেও জানা গেছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host