সিলেটে চাঁদাবাজি মামলায় সেচ্ছাসেবকলীগ নেতা পিযুষ এর সহযোগিতায় আটক

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

সিলেটে চাঁদাবাজি মামলায় সেচ্ছাসেবকলীগ নেতা পিযুষ এর সহযোগিতায় আটক

বিজয়ের কণ্ঠ ডেস্ক
সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তির অন্যতম সহযোগী, কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারিতে চাঁদাবাজির মামলায় এজহারভুক্ত আসামি মাসুম আহমদকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. শাহ আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের আব্দুল মজিদ ওরফে পাখি মিয়ার ছেলে মাসুম আহমদ ওরফে সুইচ মাসুম এ মামলার এজাহারভুক্ত আসামি। বুধবার (১৪ মে) তিনি আদালতে মাসুমকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।
মাসুম আহমদের বিরুদ্ধে সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন থানায় চোরাচালান ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
গত মঙ্গলবার (১৩ মে), মাসুম আহমদ সিলেট জেলা ও দায়রা জজ আদালতে চোরাচালানের অপর এক মামলায় (বিশেষ ক্ষমতা আইন মামলা নং-৩৮/২০২৫) আত্মসমর্পণ করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত সোমবার (১২ মে) লোভাছড়া পাথর কোয়ারিতে চাঁদাবাজির সময় আব্দুল্লাহ (২২), মো. সাইফ (২২) ও তায়েফ উদ্দিন (৫৫) নামে ৩ চাঁদাবাজকে আটক করে পুলিশ।
এই ঘটনায় মাসুম আহমদ ওরফে সুইচ মাসুম (৩৭), মইনুল হক (৪২), জয়নাল আবেদীন (৫৫), লিটন মিয়া (৪০), গোলাম আজম (৪২)সহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করে চাঁদাবাজির মামলা দায়ের করে পুলিশ।
মামলার অন্য আসামি মইনুল হকসহ পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে কানাইঘাট থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর