দেশে ফিরেই অতীত অপকর্ম ধামাচাপায় তৎপর ফ্রান্স প্রবাসী আ.লীগ নেতা

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

দেশে ফিরেই অতীত অপকর্ম ধামাচাপায় তৎপর ফ্রান্স প্রবাসী আ.লীগ নেতা

বড়লেখা সংবাদদাতা
দেশে ফিরেই নিজের অতীত অপকর্ম ধামাচাপা দিতে ব্যস্ত সময় পার করছেন বিগত আওয়ামী সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যানসহ শীর্ষ সারির নেতাদের অন্যতম দোসর ফ্রান্স আওয়ামী লীগের অন্যতম নেতা আমির আলী। গত ৭ মে দেশে ফিরেই তিনি অতীত অপকর্ম ধামাচাপায় কৌশলী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তিনি বড়লেখা উপজেলার ১০নং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম দক্ষিণভাগ গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের ও পূর্ব থেকে প্রবাসে থাকা নেতাদের হোয়াটসএপ গ্রুফে ফ্যাসিস্ট শেখ হাসিনা নানা নির্দেশনা দিয়েছে। আওয়ামী লীগের অন্যতম দোসর ফ্রান্স প্রবাসি আমির আলী সেই নির্দেশনা অনুযায়িই দেশে ফিরেছে। নিজের অতীত অপকর্ম ধামাচাপা দিতে বাড়ি পৌঁছার আগেই সে নিজের নিরাপত্তা চেয়ে বড়লেখা থানায় জিডি করেছে।
জানা যায়, আমির আলী দীর্ঘদিন প্রবাসে থেকে নিজেকে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিয়ে চললেও প্রেক্ষাপট পরিবর্তননের সাথে সাথে নিজের চরিত্র পাল্টনোর চেষ্টা করছেন। বিভিন্ন সময় তৎকালীন সরকারে উচ্চ পর্যায়ের নেতাদের ফ্রান্স ভিজিট করানো, বাড়িতে দাওয়াত খাওয়ানো, দামি দামি উপহার দিয়ে তাদের ঘনিষ্ঠজন হয়ে ওঠে। বড়লেখার সাবেক উপজেলা চেয়ারম্যান সুয়েব আহমদ, রফিকুল ইসলাম সুন্দর, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন, মন্ত্রীপুত্র জুমন, আওয়ামী নেতা আব্দুল লতিফের সাথে ছিল নিবিড় সম্পর্ক। তাদের প্রভাব আর টাকার জোরে ব্যক্তিগত বিরোধ থাকা আত্মীয়-স্বজন ও নিরীহ লোকদের জামায়াত-শিবিরের তকমা দিয়ে তাদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করেছে। আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে আপন ভাইদেরকে দীর্ঘ ১৮ বছর নির্যাতন হয়রানি করেছে। ২০১২ সালে একটি ধর্ষণ মামলায় জেলেও যান ফ্রান্স প্রবাসী এই আওয়ামী লীগ নেতা। গত ৭ মে দেশে ফিরে জামায়াত-বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের সাথে ছবি তোলে পোষ্ট করে নিজেকে জামায়াত-বিএনপির সমর্থক বুঝানোর অপচেষ্ঠা চালাচ্ছে।
নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ৫ আগষ্ট পরবর্তী সময়ে নিজের অর্থায়ন ও সহযোগিতার কাতার, পর্তুগাল, ইংল্যান্ডে বড়লেখা উপজেলা আওয়ামী লীগের কমপক্ষে ২০ জন দোসরকে পুনর্বাসন করে নিরাপদে দেশে ফিরে ফ্রান্স প্রবাসী আওয়ামী লীগ নেতা আমির আলী। ফ্রান্স থেকে বিভিন্ন সময় লন্ডন সফর এবং দেশে ফেরার আগে কাতারে ৭ দিন অবস্থান করে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের সাথে গোপন বৈঠক করে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের এজেন্টা নিয়ে দেশে ফিরেছেন।
এব্যাপারে জানতে চাইলে ফ্রান্স প্রবাসী আমির উদ্দিন তাচ্ছিল্য ও হুমকির সুরে বলেন, তাহলে আমার বিরুদ্ধে মামলা দিয়ে দেন। আমাকে ধরে নিয়ে থানায় দিয়ে দেন।
বড়লেখা থানার এসআই দেবল জানান, প্রবাস ফেরৎ আমির আলীর জিডির তদন্ত করেছেন। উনার ব্যাপারে পুলিশের কাছ আরো কিছু তথ্য আসছে। যা যাচাই বাছাই চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর