জকিগঞ্জে দু’টি মোবাইলের দোকান থেকে অর্ধকোটি টাকার মালামাল চুরি

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

জকিগঞ্জে দু’টি মোবাইলের দোকান থেকে অর্ধকোটি টাকার মালামাল চুরি

জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী মসজিদ মার্কেটে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ চুরির ঘটনা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে।
বুধবার (১৪ মে) রাতে বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত মসজিদ মার্কেটের মাদার টেলিকম ও বাঁধন টেলিকম নামক পাশাপাশি দুটি দোকানে চোরেরা প্রায় অর্ধ কোটি টাকার মালামাল ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে।
বাঁধন টেলিকমের প্রোপ্রাইটর রুহেল আহমেদ জানান, প্রতিদিনের মতো তিনি রাত ১২টা ৩০ মিনিটে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন সকালে দোকানে এসে দেখতে পান, সাটারে নতুন তালা লাগানো। বিষয়টি সন্দেহজনক মনে হলে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে চুরির বিষয়টি নিশ্চিত হন।
দুই দোকান থেকেই চোরেরা বিভিন্ন ব্র্যান্ডের নতুন ও সেকেন্ড হ্যান্ড অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ল্যাপটপসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। বাঁধন টেলিকম থেকে আনুমানিক ২০ লক্ষ টাকার পণ্য ও নগদ এক লক্ষ টাকা এবং মাদার টেলিকম থেকে প্রায় ২৫ লক্ষ টাকার অধিক মূল্যমানের মালামাল চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চুরি হওয়ার সময় বাজারে নিরাপত্তাকর্মী (পাহারাদার) থাকলেও কীভাবে এমন ঘটনা ঘটলো, তা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। বাজারের ব্যবসায়ীরা এই ঘটনায় হতবাক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, রাতে বাজার পাহারা দেওয়ার জন্য নির্ধারিত পাহারাদার থাকার পরও এমন চুরি প্রমাণ করে, নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানাই।
তারা আরও বলেন, বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, রাতের পাহারা জোরদার এবং নিয়মিত মনিটরিং অত্যন্ত জরুরি।
ঘটনার পরপরই জকিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। বাজার সেক্রেটারিও চুরি হওয়া দোকান দুটি পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী দোকান মালিকরা প্রশাসনের সহযোগিতা কামনা করে তাদের মূল্যবান মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে, বাজার কমিটি ও প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পাহারাদারদের কার্যক্রম মনিটরিং করা, যাতে ভবিষ্যতে এ ধরনের চুরির ঘটনা প্রতিরোধ করা যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর