গোয়াইনঘাটে মাদ্রাসার সামনে স্থাপনা না হওয়ার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

গোয়াইনঘাটে মাদ্রাসার সামনে স্থাপনা না হওয়ার দাবিতে মানববন্ধন

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের দারুস সুন্নাহ মোহাম্মদ আলী আহসান হাফিজিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার সামনে স্থাপনা না হওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক- শিক্ষিকা ও অভিভাবক শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) বিকেল ৩টায় স্থানীয় পীরের বাজারস্থ মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন, মাদ্রাসার সামনে এলজিডি কর্তৃক একটি শেড ঘর নির্মানের জন্য বলা হচ্ছে। কিন্তুু এই জায়গায় আমরা জাতীয় বিজয় দিবস,স্বাধীনতা দিবস ও শহীদ দিবস সহ্ বিভিন্ন দিবস পালন করে থাকি। আমাদের প্রতিষ্ঠানটির সামনে প্রতিদিন খেলাধুলা সহ শরীর চর্চার জন্য পিটি করি,এই জায়গায় এলজিডি কর্তৃক শেডঘর নির্মাণ করা হলে জাতীয় বিভিন্ন দিবস পালন খেলাধুলাসহ্ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ দূষিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মানববন্ধনে শিক্ষক ও অভিভাবকরা জানান, মাদ্রাসার সামনের জায়গা এলজিডি প্রতিষ্ঠানের থাকায় এখানে সরকারিভাবে মাছ ও সবজি বিক্রয়ের জন্য একটি শেডঘর নির্মাণের প্রস্তুতি চলছে,বাজারের আশপাশে এলজিডির অনেক জায়গা পরিত্যক্ত থাকা সত্যেও মাদ্রাসার সামনের জায়গায় শেডঘর নির্মাণের পায়তারা করছে। এখানে শেডঘর নির্মাণ হলে মাদ্রাসার পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই জায়গায় যাতে শেডঘর নির্মাণ করা না হয় সেজন্য আমরা মানববন্ধন করছি।
মানববন্ধনে বক্তারা আরোও বলেন, দারুস সুন্নাহ মোহাম্মদ আলী আহসান হাফিজিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি সুনামধন্য মাদ্রাসা।
২০২২ সালের ১ জানুয়ারি হাজি মোহাম্মদ আব্দুল মতিন লক্ষ লক্ষ টাকা তার নিজস্ব অর্থায়নে খরচ করে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। অধ্যাবদি পর্যন্ত মাদ্রাসার শিক্ষকের বেতন সহ সম্পুর্ন খরচ তিনি নিজ খরচে চালিয়ে যাচ্ছেন। বর্তমানে প্রায় ২৫০ জন ছাত্রছাত্রী নিয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান চলছে।
এমসয় বক্তারা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলী বরাবর একটি লিখিত দরখাস্ত করবেন বলেও জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর