গাড়ি পুড়ানোর মামলায় নবীগঞ্জে আ.লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫

গাড়ি পুড়ানোর মামলায় নবীগঞ্জে আ.লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪মে) নবীগঞ্জ এসিল্যান্ড অফিসে ভূমি দালালির সময়ে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৫মে) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানায় ওসি মো. কামাল হোসেন।
ওসি জানান, গাড়ি পুড়ানোর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত ইয়াসিন উল্লাহর পুত্র ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। গতকাল একটি জায়গা দলিল করার জন্য নবীগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসে যান। সেখানে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর