ঢাকা ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫
বিজয়ের কণ্ঠ ডেস্ক
এসেসেক্সে টারক মুসলিম সেন্টার ইউকের আয়োজনে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার(১৩ মে) স্থানীয় সময় সন্ধ্যায় স্ট্যানফোর্ড জামে মসজিদ হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরক মুসলিম সেন্টার এবং স্ট্যানফোর্ড জামে মসজিদের চেয়ারম্যান ড. সিরাজ আলী।
সাংবাদিক ও টিভি উপস্থাপক এনাম চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি আরিফুল হক চৌধুরী বরেন, ‘আমি যদি আপনাদের দোয়া ও ভালোবাসায় আগামীতে সুযোগ পাই, তাহলে যুক্তরাজ্যে সফরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিলেটকে আধুনিক নগরী হিসাবে গড়ে তুলবো।
তিনি বলেন, যুক্তরাজ্যে বসবাসরত নতুন প্রজন্মকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। আমি এবং আমার দল ক্ষমতায় আসলে আমরা সেই চেষ্টা করবো।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান, বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর শরীফ হাসান আল বান্না, তরক কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর কায়সার আব্বাস, টাওয়ার হেমলেট্স কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমেদ, তরক মুসলিম সেন্টারের ভাইস- চেয়ারম্যান আব্দুল বারী, দ্যা সংরাইজটুডের চেয়ারম্যান ওয়াজিদ হাসান সেলিম বিইইএম, কমিউনিটি ব্যক্তিত্ব সুলায়মান আহমেদ।
স্ট্যানফোর্ড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সৈয়দ আসিফ আহমদের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মসজিদের ভাইস-চেয়ারম্যান মুরাদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, অর্গানাইজিং সেক্রেটারী বদরুল আলম।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host