ঢাকা ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, মে ১৬, ২০২৫
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তেলিখাল বাজার মাদরাসার মুহতামিম শিক্ষক সহ এলাকার মুরব্বিদের নিয়ে ফেইসবুক ফেইক আইডি ” মাহা জানুন” অমানুষের জন্য বাশ রেডি” অপরাধ প্রকাশ “আল ফয়সাল সহ বিভিন্ন আইডি দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩মে) বিকাল ৪টায় উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের তেলিখাল মাদরাসা মাঠে প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।
প্রতিবাদ সভায় মাদরাসার সাবেক সভাপতি বিশিষ্ট মুরব্বি কামাইদ গ্রামের মাহমুদ আলী বলেন, ডৌবাড়ী ইউনিয়নের সুনামধন্য আনহারুল উলুম তেলিখাল মাদরাসার মুহতামিম ও শিক্ষক এবং এলাকার মুরব্বিদের বিরুদ্ধে ফেইসবুকে ফেইক আইডি দিয়ে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। বিভিন্নভাবে এই মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালানোর বিরুদ্ধে এলাকাবাসী অত্যান্ত ক্ষ্দ্ধু ও মর্মাহত। এমন অপপ্রচার মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও কাল্পনিক। একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল মাদরাসা মান নষ্ট করার জন্য এমন অপপ্রচার চালাচ্ছে।
লাউরকুনি গ্রামের বিশিষ্ট মুরব্বি এখলাছুর রহমান
বলেন, একটি কুচক্রী মহল মাদরাসার মুহতামিমের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট এবং মানহানিকর অপপ্রচারে লিপ্ত রয়েছে। এসব মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দুষকৃতকারীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিও জানান তিনি।
প্রতিবাদ সভায় কামাইদ গ্রামের আতাউর রহমান বলেন, আমাদের এলাকার সকলের প্রিয় প্রতিষ্টানের শিক্ষক ও এলাকার মুরব্বিয়ানদের বিরুদ্ধে ফেইক আইডি দিয়ে অহেতুক মিথ্যা অপপ্রচার চালাচ্ছে,এসবের কোনো সত্যতা নেই। আমরা এমন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ফুতারচটি গ্রামের জহির উদ্দিন বলেন, মাদরাসা ও এলাকার বিরুদ্ধে যারাই অপপ্রচার চালাচ্ছে তারা নিশ্চয়ই ভালো পরিবারের কেউ নয়। তারা এই সমাজের কলংক।
অনুষ্টিত মানববন্ধন ও প্রতিবাদ শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host