মরহুম হাজী আপ্তাব আলী স্বরণে বিশ্বনাথ পৌর বিএনপির শোকসভা

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫

মরহুম হাজী আপ্তাব আলী স্বরণে বিশ্বনাথ পৌর বিএনপির শোকসভা

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ
বিশ্বনাথ পৌর বিএনপির ২নং ওয়ার্ড সভাপতি মরহুম হাজী আপ্তাব আলী স্বরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বাদ সন্ধ্যা পৌর বিএনপির উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এ শোক সভা পালন করা হয়।
বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই এর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক যুক্তরাজ্য ওল্ডহাম বিএনপির যুগ্ম সম্পাদক শাহ আবুল কালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম সম্পাদক শাহজাহান ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়জুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিতু মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেপু চৌধুরী, ৫নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমীর আলী, কৃষক দলের আহবায়ক নুর আলী, সদস্য সচিব আব্দুল আজিজ, শ্রমিক দলের আহবায়ক শানুর আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মামুন আহমদ, মরহুম আপ্তাব আলীর ছেলে নুর উদ্দিন।
এ সময় বক্তারা মরহুম হাজী আপ্তাব আলীর বর্ণাঢ্য রাজনৈতিক কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন। উনার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ ও তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
শোকসভায় উপস্থিত ছিলেন,বিশ্বনাথ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক আহমদ, হাজী ফয়জুর রহমান, বিলাল মিয়া, নাজিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আয়না মিয়া, যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল করিম, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আমীর হোসেন-সহ পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পৌর বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক শিপন আহমদ ও সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ ২৪ খবর