পনাউল্লাহ বাজার বণিক সমিতির নেতৃত্বে রুহেল ও নাজমুল

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫

পনাউল্লাহ বাজার বণিক সমিতির নেতৃত্বে রুহেল ও নাজমুল

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ
বিপুল উৎসাহ উদ্দীপনায় বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ মে) বাজারের আছান উল্লা ইসলামী একাডেমিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা অনুষ্ঠিত ভোটে এতে কোনো ধরণের অপ্রিতিকর ঘটনা ঘটেনি। খুবই শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে।
ব্যবসায়ীরা জানান, বণিক সমিতির ভোটার হচ্ছেন বাজারের ব্যবসায়ীরা। মোট ভোটার ১৫৬টি। নির্বাচনের প্রধান কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন বড়তলা মজহারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নজমুল ইসলাম। প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন হাজি ইয়াছিন উল্লাহ দ্বি- পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান ও বড় খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নানু মিয়া।
৩ বৎসরের জন্য নির্বাচিত কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল।
মো. ইছবর আলী হরিণ মার্কা নিয়ে ৯৯ ভোট পেয়ে সহ- সভাপতি নির্বাচিত হন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কমর আলী মোবাইল প্রতীক নিয়ে ৫১টি ভোট পেয়ে পরাজিত হন।
সাধারণ সম্পাদক নির্বাচিত হন ফুটবল প্রতিক নিয়ে নাজমুল ইসলাম, তাঁর প্রাপ্ত ভোট ৭৮ এবং তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল করিম কাপ-পিরিছ মার্কা নিয়ে ৭১টি ভোট এবং মোঃ নুরুল আলম বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
মোঃ সেবুল আহমদ মই মার্কা নিয়ে ৮৭টি ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুনসুর আলী টিউবওয়েল প্রতিক নিয়ে ৬৩টি ভোট পেয়ে পরাজিত হন।
মোঃ নজির মিয়া বই মার্কা নিয়ে ৭৯টি ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আল আমিন চশমা প্রতিক নিয়ে ৭০টি ভোট পেয়ে পরাজিত হন।
মোঃ আব্দুস সালাম, মছাব্বির আলী ও মোঃ স্বপন মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচি হন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর