ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জে যুবককে কুপিয়ে বিকাশের দোকানের ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার (১৯ মে) সকালে কোম্পানীগঞ্জের দক্ষিণ বুড়দেও গাংপার এলাকায় এ ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগসূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ বুড়দেও গাংপার এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত শমসির আলীর ছেলে ইমাদ উদ্দিন (২৭) তার বিকাশ-ফ্ল্যাক্সি ব্যবসায়ী ভাইয়ের দোকানের ২ লাখ টাকা নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে রওয়ানা হলে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গাংপারের রাস্তায় প্রতিবেশী সফিক মিয়া ও তার সহযোগিরা ইমাদকে চাকু-ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ২ লাখ টাকা ছিনিয়ে নেন।
সফিক মিয়া ও তার সহযোগিদের সঙ্গে ইমাদের পরিবারের নানা বিষয় নিয়ে পূর্ব বিরোধ রয়েছে বলে জানা গেছে।
ছিনতাই ঘটনার পর আহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আক্রমণকারীরা পালিয়ে যান এবং ইমাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় ইমাদের ভাই বিকাশ-ফ্ল্যাক্সি ব্যবসায়ী মো. আল আমিন বেলা আড়াইটার দিকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রটি ডিউটি অফিসার তরিকুল ইসলাম রিসিভ করেছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানিয়েছেন-তিনি অফিসিয়াল কাজে শহরে আছেন, অভিযোগের বিষয়ে তিনি বলেন শুনেছি মারামারি হয়েছে। তবে অভিযোগ দেওয়া হলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host