ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে দুুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার বিকেল ৩টায় উপজেলার চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হাসান জানান, বিকেলে সিলেট থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী একটি বাস উপজেলার মিরপুর চারগাঁও এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কুমিল্লাগামী বাসের চালকসহ দুইজন নিহত হন। দুর্ঘটনায় আহত ২০ যাত্রীকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে তৌকির আহমেদ নামে আরও একজনের মৃত্যু হয়। নিহত বাকি দুই জনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
এর আগে, দুপুরে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় ট্রাকচালক সোহেল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার পর সড়কের দুপাশে শতাধিক যানবাহন আটক পড়ে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host