ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, মে ২০, ২০২৫
বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় ফ্রান্সের প্যারিসে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সোমবার (১৯ মে) সন্ধ্যা ৬টায় প্যারিসের সোনার বাংলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
পরে, ফ্রান্সে অবস্থানরত বিশ্বনাথ উপজেলা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ফ্রান্স বিশ্বনাথ শাখার কমিটি গঠন করা হয়।
কমিটিতে বিশ্বনাথ পৌর বিএনপির সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহমদ নুরউদ্দিন আহ্বায়ক এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিনকে সদস্য সচিব হিসেবে মনোনিত করা হয়। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host