ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মে ২২, ২০২৫
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে রোহিঙ্গা ও বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশে পুশ-ইন করার অপচেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ বিষয়ে কড়া নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় পর্যায়েও সতর্কতা জারি করা হয়েছে।
জানা গেছে, সম্প্রতি ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ৪টি ট্রাকে করে রোহিঙ্গাসহ কিছু বাংলাভাষী মুসলমানকে এনে জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা চালাচ্ছে বিএসএফ। বিজিবি সূত্র জানায়, এসব ব্যক্তিরা মিয়ানমার থেকে ভারতে অনুপ্রবেশের পর সেখানে আশ্রয় নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
জকিগঞ্জ বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নায়েক সুবেদার ফারুক আহমদ বলেন, “বিশেষ সূত্রে আমরা জানতে পেরেছি, ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে রোহিঙ্গাদের পুশ-ইনের চেষ্টা চলছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন এবং পুলিশ বিভাগকে অবহিত করেছি।”
তিনি আরও জানান, “আমাদের একটি ক্যাম্পের বিপরীতে ভারতের ৩-৪টি বিএসএফ ক্যাম্প রয়েছে। যে কোনো সীমান্ত পয়েন্ট দিয়ে পুশ-ইনের চেষ্টা হতে পারে। এজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি এবং স্থানীয়দেরও সহযোগিতার আহ্বান জানাচ্ছি।”
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, “বিজিবি আমাদের বিষয়টি জানিয়েছে। বাংলাদেশের অন্যান্য সীমান্তের মতো জকিগঞ্জেও এ ধরনের পুশ-ইনের চেষ্টা হতে পারে। এজন্য আমাদের প্রশাসন তৎপর রয়েছে। সকলকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।”
উল্লেখ্য, এর আগেও সিলেটের আটগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এ ধরনের পুশ-ইনের অভিযোগ উঠেছিল। সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা জোরদার এবং মানবপাচার রোধে সরকার ইতোমধ্যেই কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
স্থানীয়রা বলছেন, এমন পুশ-ইন চেষ্টায় সীমান্ত এলাকায় অস্থিরতা সৃষ্টি হতে পারে। তাই সরকারের পাশাপাশি সাধারণ জনগণেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host