বিয়ানীবাজারে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, মে ২২, ২০২৫

বিয়ানীবাজারে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

বিয়ানীবাজার সংবাদদাতা
সিলেটের বিয়ানীবাজারে ট্রাকের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এসময় মোটরসাইকেলে থাকা শিক্ষার্থী ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন এবং তার এক সহপাঠীকে গুরুতর অবস্থায় সিলেট হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম সায়েম আহমদ। তিনি বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামের এনাম উদ্দিনের প্রথম ছেলে।
স্থানীয়রা জানান, কলেজে লেখাপড়ার পাশাপাশি চারখাইয়ে নলেজ একাডেমীতে কাজ করতো সায়েম আহমদ। চারখাই থেকে দুবাগ স্কুল এন্ড কলেজে আসার পথে তাদের মোটরসাইকেলে ঘাতক ট্রাকটি ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।
তারা বলেন, নিহত সায়েম আলীনগরস্থ সৈয়দ নবীব আলী কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল। ট্রাক চাপায় তার মৃত্যুর সংবাদ শোনে সহপাঠী, স্বজনসহ নিকট আত্মীয়রা ঘটনাস্থলে আসলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। রাত ১০টার দিকে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মোটর সাইকেলের মধ্যভাগে বসা ছিল সায়েম। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাক জব্দ করলেও চালক ও সহকারি পালিয়ে যায়। লাশের সুরতহাল সম্পন্ন করার পর ময়না তদন্তের জন্য সিলেট প্রেরণ করার কথা জানান দায়িত্বশীলরা।
বিয়ানীবাজার থানাপুলিশ জানায়, সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু সংলগ্ন এলাকায় চলন্ত ট্রাকের সাথে মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই সায়েম আহমদ নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর