কোম্পানীগঞ্জের কৃষি উদ্যোক্তা মনিরুজ্জামানে সাফল্য

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, মে ২২, ২০২৫

কোম্পানীগঞ্জের কৃষি উদ্যোক্তা মনিরুজ্জামানে সাফল্য

মো. নিজাম উদ্দিন
সিলেট জেলায় ২০২৪-২০২৫ অর্থবছরের তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছেন কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের সেই কৃষি উদ্যোক্তা মনিরুজ্জামান। কৃষক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তাকে ১ম পুরষ্কার প্রদান করা হয়।
দৈনিক বিজয়ের কণ্ঠে গত ১৬ ফেব্রুয়ারি ও ১১ মার্চ তার উদ্যোক্তা হওয়া ও সূর্যমুখীর চাষ নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে এলাকাবাসী ও মিডিয়ায় ব্যাপক সাড়া পড়ে। এরই ধারাবাহিকতায় তার এই সাফল্যগাতা প্রকাশ করছে পত্রিকাটি।
মনিরুজ্জামান বলেন, তার এই সফলতার পিছনে বিজয়ের কণ্ঠসহ অন্যান্য গণমাধ্যমের বিরাট ভূমিকা রয়েছে। বিজয়ের কণ্ঠ’র প্রতিবেদনগুলোই তাকে উৎসাহ উদ্দীপনা দিয়েছে। তিনি আগামীতে আরো বড় পরিসরে তার নাবিল এগ্রো ফার্ম হাউজকে এগিয়ে নিতে চান এবং এতে সকলের সহযোগিতা কামনা করেন।
কোম্পানীগঞ্জ কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বলেন, মনিরুজ্জামানের এই সফলতা আমরা কোম্পানীগঞ্জবাসীর সফলতা। মনিরুজ্জামান সহ আরো যেসকল কৃষি উদ্যোক্তা আছেন আমরা সকলকে পৃষ্ঠপোষকতা করতে আগ্রহী। আপনাদের মাধ্যমে কোম্পানীগঞ্জবাসীকে কৃষিতে আরো ব্যাপকভাবে এগিয়ে আসার আহ্বান জানাই।

সর্বশেষ ২৪ খবর