ঢাকা ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫
জৈন্তাপুর সংবাদদাতা
সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ৬জনকে আটক করা হয়েছে। জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ তাদেরকে আটক করা হয়। দিনের অপর অভিযানে ৭৯ বোতল বিদেশি মদ আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ শে মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলায় জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল সংলগ্ন তামাবিল মহাসড়কে অভিযান চালায় পুলিশ।
অভিযানে রাত আনুমানিক আড়াইটার দিকে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক শংকর চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল মাদক বহনকারী দুই ব্যাক্তিকে ধাওয়া করলে তারা মাদকের বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে পুলিশ উদ্ধার করা বস্তা থেকে ৭২ ক্যান কিংফিশার ও অফিসার চয়েজ ব্লু ব্রান্ডের ৭ বোতল বিদেশি মদ জব্দ করে। এসব মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৩ হাজার টাকা।
দিনের অপর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জৈন্তাপুর মডেল থানার সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ।
ওইদিন শুক্রবার দুপুর পৌণে ৩টার দিকে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে পুুলিশ চেকপোস্টে একটি সিলেটগামী সাদা রংয়ের মাইক্রোবাস (রেজি নং- ঢাকা মেট্রো – চ- ১৩-৭৬১১) তল্লাশী চালিয়ে কয়েকটি বস্তা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট উদ্ধার করে।
ভারতীয় চকলেট পাচারকালে গাড়িতে থাকা ছয়জনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাইপথে আনা চকলেটগুলো পাচারের সাথে জড়ীতের বিষয়টি তারা স্বীকার করেন। পুলিশ জানায় আটককৃত গাড়ীসহ জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লক্ষ ৬৭ হাজার টাকা।
আটককৃত ব্যক্তিরা হলেন, বরিশাল জেলার কোতোয়ালি থানার হারুন রশীদের পুত্র সুজন হাওলাদার (৪০), বাকিরা শরীয়তপুরের জাজিরা থানার মৃত সুলতান ব্যাপারীর ছেলে কামাল হোসেন ব্যাপারী (৫৫), মৃত ইছহাক ব্যাপারীর ছেলে আবু সিদ্দিক ব্যাপারী (৪৫), মৃত আইয়ুব আলির ছেলে সামসুল আলম (৫৬), আব্দুল ওয়াহাব হাওলাদারের ছেলে আব্দুল লতিফ হাওলাদার (৪১) ও মৃত নূর মোহাম্মদ কোতোয়ালের ছেলে রফিক কোতয়াল (৩৫)।
পৃথক দুটি অভিযানে ৬ জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।
তিনি বলেন বিদেশি মদ আটকের ঘটনায় পলাতক দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও চকলেট পাচারের সময় আটক ৬ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
তিনি জানান আটককৃত আসামিদের শনিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে বিদেশী মদসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৯ সদস্যরা। গ্রেফতারকৃত মোহাম্মদ শাহিন আহমদ (২৫) জৈন্তাপুর থানার হরিপুর উৎলারপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি আভিযানিক দল গতকাল শুক্রবার রাত ৯টার দিকে ৫নং ফতেহপুর ইউনিয়নের হরিপুর উৎলারপার এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়।
অভিযানকালে ৯৬ বোতল বিদেশী মদসহ শাহিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host