ঢাকা ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, মে ২৮, ২০২৫
এমরান আহমদ, বড়লেখা
মৌলভীবাজারের বড়লেখায় পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় নবগঠিত গভার্নিং বডির প্রথম সভা ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে মাদ্রাসার হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি ডা. মোহাম্মদ নাজমুল হক। সভায় নজরুল ইসলাম রওশনকে গভার্নিং বডির কো-অপ্ট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
মতবিনিময় সভায় সহকারী মৌলভী আশিকুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ওয়াছিক উদ্দিন, সহকারী অধ্যাপক মিছবাহ উদ্দিন, দাতা সদস্য সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, মনিরুজ্জামান, শিক্ষক ফয়জুল হক, অভিভাবক সদস্য ক্বারী ফারুক উদ্দিন প্রমুখ
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন গভার্নিং বডির সদস্য এমরানুল হক বাবু, বেলাল আহমদ, হাজী আকবর হোসেন, মাহিয়া জান্নাত, ইংরেজি প্রভাষক আমিনুল ইসলাম, আরবি প্রভাষক আব্দুন নুর ও মোহাম্মদ জাকারিয়া, শিক্ষক মো. আব্দুস ছামাদ আকন্দ, জাহিদুল ইসলাম, জাহেদুর রহমান, পাপিয়া খাতুন, এসকে অপু ইসলাম, ইবি প্রধান হারুনুর রশিদ এবং শিক্ষক আব্দুল মোতালেব প্রমুখ।
বক্তারা নবনির্বাচিত গভার্নিং বডিকে স্বাগত জানিয়ে বলেন, নতুন কমিটির নেতৃত্বে মাদ্রাসার শিক্ষা, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সমন্বিত প্রয়াসে দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা আগামী দিনে একটি আদর্শ ও আলোকিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host