ঢাকা ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, মে ২৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটে পৃথক অভিযানে ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯ সদস্যরা। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য।
এরমধ্যে গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট জেলার জৈন্তাপুর থানার আসামপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫শ ৫১ বোতল নেশা জাতীয় ‘এলকোডাইল’ সিরাপসহ ২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- ওই এলাকার আব্দুর রশিদের ছেলে মো. আনোয়ার হোসেন এবং মো. বিল্লাল হোসেন মিয়ার ছেলে মো. আব্দুল কাদির।
একই রাতে জৈন্তাপুর থানার বিরাইমারা এলাকায় পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১শ ৯২ বোতল বিদেশী মদসহ আরো ১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রহমত মিয়া জৈন্তাপুর থানার বিরাইমারা গ্রামের আব্দুল মালেকের ছেলে।
বুধবার (২৮ মে) গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের এবং জৈন্তাপুর থানায় হস্তান্তর করে র্যাব।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host