জকিগঞ্জে প্রায় ১৫ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, মে ২৯, ২০২৫

জকিগঞ্জে প্রায় ১৫ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক

জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার ও এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) ভোরে উপজেলার খলাছড়া ইউনিয়নের লোহার মহল এলাকায় কুশিয়ারা নদীর ডাইকে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায় জকিগঞ্জ থানা পুলিশ। অভিযানে আটক হন উত্তর লোহার মহল গ্রামের রুবেল আহমদ (৩১)।

তার দেহ তল্লাশিতে প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, ‘মাদক নির্মূলে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান চলবে।’

রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর