ঢাকা ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জ উপজেলার শরিফগঞ্জ বাজারে একটি চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩১ মে) ভোররাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা চালক আরকান আহমেদের মুখ বেঁধে ব্যাটারি চালিত রিকশার (টমটম) দুটি ব্যাটারি এবং একটি নতুন রিকশা (টমটম) চুরি করে পালিয়ে যায়।
চুরি হওয়া অটোরিকশাগুলোর মালিক শরিফগঞ্জ পিলাকান্দি গ্রামের বাদশা আহমেদ জানান, “রাত ৪টার দিকে ড্রাইভার আরকান আহমেদের মুখ বেঁধে দুর্বৃত্তরা আমার গাড়ির ব্যাটারি দুটি এবং একটি নতুন অটোরিকশা নিয়ে কালীগঞ্জের দিকে চলে যায়।”
তিনি আরও বলেন, ‘যদি কেউ আমার অটোরিকশা ও নতুন গাড়ির কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে তাকে মোটা অঙ্কের পুরস্কার দেব।’ তিনি জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।
স্থানীয়রা জানান, সম্প্রতি জকিগঞ্জ এলাকায় চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।
তারা বলছেন, জকিগঞ্জে চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তারা প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে চুরি হওয়া অটোরিকশা ও ব্যাটারির সন্ধান পেলে +৮৮০ ১৬০১-০৬৮০১৬ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে রিকশা মালিক বাদশা মিয়া।
এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘বিষয়টি সম্পর্কে এখনো পর্যন্ত কেউ আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নিচ্ছি।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host