সাদাপাথর ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জুন ১, ২০২৫

সাদাপাথর ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা

বিজয়ের কণ্ঠ ডেস্ক
সিলেটের কোম্পানীগঞ্জে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাদাপাথর পর্যটনকেন্দ্রে সাময়িকভাবে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (১ জুন) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার এ তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা করেছে উপজেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাদাপাথর পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটন কেন্দ্রটি পুনরায় খুলে দেওয়া হবে।

উল্লেখ্য, টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীগুলোর পানি দ্রুত বেড়ে চলেছে। এতে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে । একইসঙ্গে ভারী বৃষ্টিপাতে পর্যটনকেন্দ্রগুলোও পানিতে তলিয়ে গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর