ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জুন ১, ২০২৫
কুলাউড়া সংবাদদাতা
মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর লোকমান মিয়া (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১ জুন) দুপুরে উপজেলার হাকালুকি হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লোকমান মিয়া উপজেলার বরমচাল ইউনিয়নের রফিনগরের মো. আব্দুল লতিফের (অমু) ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চাচাতো ভাইয়ের হারিয়ে যাওয়া একটি ষাড় গরু খুঁজতে রফিনগর-মাধবপুর হাওরের উদ্দেশ্যে বের হন লোকমান মিয়া। এরপর থেকে দীর্ঘ ২৪ ঘণ্টা পার হলেও তার কোনো সন্ধান পাননি পরিবারের সদস্যরা।
এমনকি বিভিন্ন হাওর, আশেপাশের গ্রাম এবং আত্মীয়দের বাড়ি খোঁজ করেও তার কোনো সন্ধ্যান পাওয়া সম্ভব হয়নি।
রোববার দুপুরে মরদেহের সন্ধান পেয়ে পুলিশকে খবর দিলে তাঁরা এসে মরদেহটি উদ্ধার করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আফছার জানান, হাকালুকির হাওর থেকে নিখোঁজ লোকমান মিয়ার মরদেহটি উদ্ধার করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host