ঢাকা ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জুন ২, ২০২৫
ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাদিউল ইসলাম (৬৮) ইন্তেকাল করেছেন।
সোমবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল হক সানি।
জানা গেছে, সকালে সরকারি কাজে সিলেট শহর থেকে ওসমানীনগরে রওয়ানা হলে পথিমধ্যে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। দ্রুত তাঁকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়, পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাদিউল ইসলাম ময়মনসিংহ জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের দাফন তার নিজ গ্রাম গোবিন্দশ্রীতে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ, ইউএনও জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আসিক, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, উপজেলা জামায়াতের আমির ছোহরাব আলী, সেক্রেটারি জেনারেল আনহার আহমদসহ শিক্ষক সমাজ ও স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host